জাপানবংলাদেশ ডট কম এর চৌদ্দ বছর
বাংলা, জাপানী ও ইংরেজী- তিন ভাষায় প্রকাশিত
ওয়েব পোর্টাল জাপানবাংলাদেশ ডট কম, ৪ অক্টোবর ২০০৩ সালে
অগ্রযাত্রা শুরু করে। জাপান থেকে প্রকাশিত এই
ওয়েব পোর্টাল শুরু থেকেই তথ্য সমৃদ্ধতার জন্য জনপ্রিয়তা লাভ করে। প্রবাসী কম্যুনিটির নানাবিধ অনুষ্ঠানের সংবাদ আন্তর্জালে পরিবেশন করার
ধারাটি সর্বপ্রথম শুরু করে জাপানবাংলাদেশ ডট কম।
বিশ্বের নানা দেশের প্রবাসীরা সহ বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখক
ভিজিটর এই পোর্টালটি নিয়মিত ভিজিট করেন।
সাংবাদিকদের কাছে এটি একটি নির্ভরযোগ্য নিউজ স্ট্যান্ড।
এই পোর্টালের সব তথ্য নিয়মিত আপডেট করা হয়।
বাংলাদেশ সম্পর্কে
জানতে চান এমন জাপানীদের মাঝে এই
পোর্টালের জাপানী পাতা অত্যন্ত
জনপ্রিয়। অনেকেই ই-মেইল করে জাপানী ভাষায় বাংলাদেশ সম্পর্কে আরো তথ্য
আপলোড করার অনুরোধ
করেন। গুগোল সার্চে
ইংরেজী অথবা জাপানী ভাষায়, জাপানবাংলাদেশ লিখে সার্চ করলে সর্বাগ্রে আসে
জাপানবাংলাদেশ ডট কম
পোর্টাল।
এটিকে প্রথম
পাতা হিসেবে ব্যবহার করেন এমন ভিজিটর আছেন
দূরপ্রাচ্য, দক্ষিন-পূর্ব এশিয়া,
মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং বাংলাদেশে।
জাপানবাংলাদেশ ডট কম এর পক্ষ থেকে সকল ভিজিটরদের
আন্তরিক ধন্যবাদ।
|