কাফুন-শো (পরাগ এলার্জি)

   
সুগি (সিডার ) হিনোকি (সাইপ্রেস )

বসন্ত কালে ফুল ফোটে।  দেখতে সুন্দর হলেও কিছু কিছু মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় এই ফুল।  সমস্যাটা অবশ্য ফুল নয়, পরাগ।  জাপানী ভাষায় ফুলের পরাগকে বলে কাফুন আর পরাগ এলার্জিকে বলা হয় কাফুন-শো।  জাপানে, ফেব্রুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত সুগি (সিডার) ও মার্চ থেকে মে মাস পর্যন্ত  হিনোকি (সাইপ্রেস) কাফুন-শো দেখা দেয়।  জাপানের প্রায় ৫০% মানুষ এ সময়ে পরাগ এলার্জিতে ভোগেন।  যে বছরে শীত কম পড়ে, সে  বছর বাতাসে পরাগের পরিমান বেশী থাকার ফলে কাফুন-শো এর প্রকোপ বাড়ে।  বর্তমানে অনেক প্রবাসীও কাফুন-শো তে ভুগছেন।  তবে বিষয়টি অনেকের অজানা থাকায় বুঝে উঠতে পারেন না, এলার্জি নাকি ফ্লু অথবা করোনা।  এ ক্ষেত্রে নীচের তালিকাটি আপনাকে সাহায্য করতে পারে।

 

উপসর্গ:  ফ্লু/করোনা বনাম এলার্জি
  FLU/COVID-19 ALLERGEY
Occurrence of Symptoms Symptoms often appear gradually: first sneezing, then a runny nose, folowed by congestion. Symptoms occur all at once. Itchy, watery eye is a noticeable feature of allergy.
Duration of Symptoms Generally last from 7 to 10 days. Continue as long as a person is exposed to the allergy-causing agent (allergen).
Mucus (Nasal Discharge) Often a yellowish nasal discharge due to superimposed infection. Generally a clear, thin, watery discharge.
Sneezing Less frequent compared to allergies. More frequent compared to flu; especially when sneezing occurs two or three times in a row.
Time of year More common during winter. More common in spring through summer, when plants are pollinating.
Fever Usually associated with a fever. Not usually associated with a fever.

কাফুন-শো বা পরাগ এলার্জির চিকিৎসা

      চোখের ড্রপ ও নাকের স্প্রে: কাফুন-শো বা পরাগ এলার্জির জন্য বাজারে অনেক ধরণের ঔষধ রয়েছে।  ভাল কাজ করে বলে সুনাম রয়েছে এমন একটি চোখের ড্রপ ও নাকের স্প্রের ছবি নীচে দেওয়া হলো।  ব্যবহারের আগে নিয়মাবলী ভাল করে পড়ে নিন।  কাজ না হলে বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বলে মনে হলে ঔষধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন।

চোখের ড্রপ-আরুপিতাত্তো (মাইটিয়া)    নাকের স্প্রে-আরেরুকাত্তো (এজি)

    
     XOLAIR
সাবকিউটেনিয়াস (চামড়ার নীচে) ইনজেকশন পরাগ অ্যালার্জির জন্য একটি নতুন চিকিৎসা।  ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত এই অ্যান্টি আইজি-ই অ্যান্টিবডি (XOLAIR) এর সাবকিউটেনিয়াস ইনজেকশন পরাগ অ্যালার্জির জন্য কার্যকর।  চিকিৎসা গ্রহণ করার জন্য প্রথমে অ্যালার্জেন টেস্ট করতে হয় এবং সেই অনুযায়ী ইনজেকশন সিলেক্ট করা হয়।

     CEDARCURE সাবলিংগুয়াল (জিহবার নীচে) ট্যাবলেট অ্যালার্জেন ইমিউনোথেরাপি চিকিৎসার একটি নতুন ওষুধ যা পরাগের নির্যাস থেকে প্রস্তুত করা হয়ে থাকে।  এটি চুষে খেলে পরাগ অ্যালার্জির উপসর্গগুলি উপশম করতে সহায়তা করে।  চিকিৎসা শুরু করার আগে অ্যালার্জেন টেস্ট করতে হয়।

[পেছনের পাতা]

 
www.japanbangladesh.com