জাপানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান
ও
এনকা শিল্পী মিসোরা হিবারি
এনকা হচ্ছে জাপানের লোকজ সঙ্গীত। জাপানের মেইজি যুগ (১৮৬৮-১৯১২) থেকে এনকা
সঙ্গীতের প্রচলন। বাংলাদেশে যেমন পল্লীগীতি, আমেরিকাতে যেমন কান্ট্রি মিউজিক,
জাপানে তেমনি এনকা। এই এনকা সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রের নাম, মিসোরা
হিবারি (জন্ম ১৯৩৭-মৃত্যু ১৯৮৯)। এনকা গানের রাণী হিসেবে খ্যাত মিসোরা হিবারির
গাওয়া গানের সংখ্যা ১২০০। একজন অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ জনপ্রিয়তা অর্জন
করেছিলেন তিনি। তাঁর অভীনিত
ছবির সংখ্যা ১৬৫। এ বছরে জাপানী প্রচার মাধ্যমে বহু অনুষ্ঠানের ভিতর দিয় পালিত
হলো মিসোরা হিবারির ৭৫তম জন্ম বার্ষিকী। জাপানী ন্যাশনাল টিভি এনএইচকে এ
উপলক্ষে দুইদিন মিলিয়ে সুদীর্ঘ
অনুষ্ঠান প্রচার করে। ১৯৯৭ সালে এনএইচকে এর এক জরিপে, মিসোরা হিবারির গাওয়া-
কাওয়া নো নাগারে নো ইয়ো নি (নদীর ধারার মতো)- গানটি
জাপানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান হিসাবে বিবেচিত হয়। মধ্যপ্রাচ্যে যেমন ছিলেন
উম্মে কুলসুম, পাক-ভারত
উপমহাদেশে যেমন
ছিলেন নূর জাহান, জাপানে
তেমনি
ছিলেন মিসোরা হিবারি।
(প্রথম পাতায় ছবির সৌজন্যে)